যেখোনে ব্রাউজার দিয়ে ফেসবুকে ডক ফাইল তৈরি করুন।


ফেসবুক গ্রুপে সাধারণত মোবাইল দিয়ে ডক ফাইল তৈরি করা যায় না। আজকে আমি আপনাদের দেখাবো কি করে যেকোনো ব্রাউজার দিয়ে ডক ফাইল তৈরি করা যায়।

চলুন শুরু করি

♠প্রথমে আপনি যে গ্রুপে ডক ফাইল করবেন সে গ্রুপে ডুকুন এবং গ্রুপের আইডি নাম্বার বের করুন।

♠তারপর এই লিংকে ডুকুন। এখানে আমার গ্রুপের আইডি দেয়া আপনি আপনার গ্রুপের আইডি দিন। এবার ডকুমেন্ট তৈরির পেইজ আসবে। চিত্রের মত কাজ করুন।
কাজ শেষে পাবলিশে ক্লিক করুন।
♠এবার গ্রুপে ডুকে দেখুন ডক ফাইল তৈরি হয়ে গেছে।

« Facebook tricks » পাসওয়ার্ড শক্তিশালী করার কিছু কৌশল

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা প্রত্যেকেই
পাসওয়ার্ড শব্দটির সঙ্গে সকলেই পরিচিত। ই-মেল
অ্যাকাউন্ট থেকে শুরু করে সোসাল নেটওয়ার্কিং,
সব ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার জন্য পাসওয়ার্ড
ব্যবহার করতে হয় ।
এ সব ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার না
করলে যে কোন সময় সাইবার ক্রাইমের শিকার
হতে পারেন। এ কারনে শক্তিশালী পাসওয়ার্ড
ব্যবহার করুন এবং কিছু সতর্কতা অবলম্বন করুন।
পাসওয়ার্ড শক্তিশালী করার কিছু কৌশলঃ
• পাসওয়ার্ডে কমপক্ষে আটটি অক্ষর বা তার বেশি
অক্ষর ব্যবহার করুন।
• ছোট বা বড় অক্ষর, সংখ্যা, চিহ্নের সমন্বয়ে
পাসওয়ার্ড তৈরী করুন।
• পাসওয়ার্ডে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করুন যেমন
@ # $ % ^ & *
• সম্ভব হলে কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন।
এই নিয়মটি ব্যবহার করুন: a এর পরিবর্তে @ s এর
পরিবর্তে $ space এর পরিবর্তে % i এর
পরিবর্তে ! o এর পরিবর্তে 0 B এর পরিবর্তে 8
যেমন: facebook account এই শব্দ গুলির পরিবর্তে
f@ce800k%@cc0unt
যা করা যাবে নাঃ
• নিজের নাম, জন্ম তারিখ, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল,
বাড়ির নাম বা 123 এসব ব্যবহার না কারাই ভালো।
• অভিধানে খুজে পাওয়া সম্ভব এমন কোন প্রচলিত
শব্দ ব্যবহার করবেন না।
• পাসওয়ার্ডে নিজের বা অন্য কারও ফোন নম্বর
ব্যবহার করবেন না।
• খেয়াল রাখুন ইউজার নেম আর পাসওয়ার্ড যেন
কখনোই একই না হয়।
• ভিন্ন ভিন্ন একাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড
ব্যবহার করুন।
• ওয়েব ব্রাউজারের ‘রিমেম্বার পাসওয়ার্ড’-এর
বিষয়ে সতর্ক থাকুন।
• নিজের পাসওয়ার্ড অনলাইনে বা অন্য কোন ভাবে
কারও সাথে শেয়ার করবেন না

এবার আপনার স্মার্টফোনই আপনাকে বলে দিবে আপনার রাস্তা কোন দিকে? এখন অচেনা জায়গাতেও সহজেই যেতে পারবেন।

আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের একটি চমৎকার অ্যাপ।
এই অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার ফোনে রাস্তা দেখে দেখে যে কোনো জায়গা যেতে পারবেন।
আমরা সকলে কিন্তু সব জায়গা চিনি না। যে কোনো জায়গায় গিয়ে পথ হারিয়ে ফেলতে পারি। কিন্তু এই অ্যাপ থাকলে আপনি কখনো হারাবেন না।আপনি যে জায়গা যেতে চান সে জায়গার নাম সেট করলেই আপনি ফোনেই সে জায়গা যাওয়ার পথ দেখতে পাবেন।
অ্যাপ টির নেম STEET VIEW MAP.
অ্যাপ টির সাইজ ১.৭ মেগা বাইট।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
[N.B Download করার জন্য প্রথমে Slow Download এ ক্লিক করবেন। তারপর চ্যাপ্টা কোড বসিয়ে Download link এ ক্লিক করলে একটা লিংক পাবেন যেটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।]
Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।
আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব ভাল লাগবে।
অনেকেই হয়ত এমন অ্যাপ ই খুজতেছিলেন।

গ্রামীনফোন ইউজারদের জন্য অসাধারণ একটি এপস

আমি জানি এটি ইউজ করে আমি যতোটা মজা পেয়েছি আপনারা এর চেয়েও বেশি মজা পাবেন! প্রথমেই বলে রাখি এটা কোন সাধারন এপস নয়। কারণ এবার আপনি নিজেই তৈরি করতে পারবেন নিজের গ্রামীনফোন সিমের মেয়াদ, এস.এম.এস, টক টাইম প্লান। যার ফলে আর কারও সাহায্য ছাড়াই আপনি নিজেই সকল সুবিধা পেতে পারেন। শুধুমাত্র এই একটি এপস থেকে! এছাড়াও আপনি ইচ্ছেমতো সময় নিয়ে নিতে পারেন যেকোন অফারের। শুধু তাই নয়, আপনি অনেক টাকা সেভিং করতে পারেন এই এপস এর মাধ্যমে। এখানে সুবিধা হলো আপনি একই সাথে ইচ্ছেমতো মিনিট, এসএমএস, ইন্টার্নেট এর মেগাবাইট, মেয়াদ বাড়াতে পারেন। সাথে সাথে আপনার কতো টাকা লাভ হলো তাও দেখে নিতে পারবেন। এটা আপনাকে সুপার পাওয়ার এনে দিবে। যেমন ধরুন আমার ৫০০ মেগাবাইট ডাটা, ১০০ টা এসএমএস, ৩০০ মনিট টকটাইম, ৩০ দিনের মেয়াদ লাগবে। এটা খুব সহজেই করে দিবে এই এপস টি। এরও একটি মজার ব্যপার হলো আমি এই সব কিছুই আমার প্রিয়জন কে গিফট হিসেবে পাঠাতেও পারবো। কি দারুন, তাইনা! তাই আমার মনে হয় আপনারা এখন দেরি করতে চাইবেন না। আমি জানি এই এপস টি আপনার অনেক কাজে লাগবে। শুধু আপনার জন্য নয়, এটি আপনার প্রিয়জনের জন্যেও একটি ভালোবাসার এপস। তাই আর দেরি কেন? ডাউনলোড করে নিন এই অসাধারণ এপস টি! এর নাম জিপি প্লান। খুব ছোট্ট একটি এপস। আপনার মোবাইলের খুব কম জায়গা দখল করবে। এটি কাজ করে ইন্টার্নেট দিয়ে। তাই মোবাইলে ৩/৪ মেগাবাইট থাকলেই চলবে। আমি নিজেও এটি ইউজ করি। তাই এখন আর কাস্টোমার কেয়ার অথবা কাস্টোমার ম্যানেজার কে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়না। আমি নিজেই নিয়ে নেই আমার যা প্রয়োজন আর আমার বন্ধুকেও মাঝে মাঝে অবাক করে দিয়ে এই গিফট গুলো পাঠাই। তাই আর দেরি কেন? এক্ষনি ডাউনলোড করে নিন Awesome এপস টি যাতে আপনার বন্ধুর আগে আপনিই তাকে চমকায় দিতে পারেন।

ফাইল transfer/share করুন ঝড়ের বেগে স্পিড upto 60-70Mbps মানে বুঝতেই পারছেন ব্যবহার করেই দেখুন latest version

এখন এক ফোন থেকে অন্য ফোনে ফাইল শেয়ার করুন upto 60-70Mbps speed এ।কি বিশ্বাস হচ্ছে না?সত্যি বলছে।
zapya/share it থেকে একে ভাল বলা যায়।এটি সম্পূর্ণ আপডেট ভার্সন। ফাইল শেয়ার হবে ঝড়ের গতিতে
App name:Super file manager
Size:only 2mb
 
এন্ড্রয়েড ফোনের অনেক সুবিধার মধ্যে একটা হল দ্রুত গতিতে ফাইল শেয়ার করা।আর দ্রুত গতিতে ফাইল শেয়ারের জন্য এই app টা হেব্বি কাজের।বেশির ভাগ লোক share it ব্যবহার করে থাকেন এই কাজের জন্য।কিন্তু share it খুব ভাল স্পিড দিতে পারে না আমি নিজেই সব গুলা ব্যবহার করে দেখেছি।
তারপর share it এর একটি বড় সমস্যা মাধে মাধে দেখা যায় file send হয় কিছু রিসিভ হয় না আবার রিসিভ হয় তো send হয়।অনেকেই এই সমস্যায় পড়েছেন।কিন্তু এই অ্যাপ এ এই সমস্যা নাই।
ফাইল শেয়ার করার জন্য শুধু ২টা ফোন কে কানেক্ট করে নিতে হবে আর এটির আরো একটি বড় সুবিধা আপনি এন্ড্রয়েড থেকে পিসি অথবা আই ফোনের সাথে ফাইল শেয়ার করতে পারবেন।
এই অ্যাপ টি স্পিড অনেক ভাল দেয় অন্যগুলার থেকে তার মানে আমি এটা বলছি না যে অন্য গুলা খারাপ।সব গুলাই ব্যবহার করা ভাল ব্যবহার করে দেখেন।সব ফোনে সব গুলা কাজ করে না তাই।এটাই আমি অনেক স্পিড পেয়েছি তাই শেয়ার করলাম।
আর এর ভিতরের ফাংশন গুলা ও অনেক ভাল।খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।আপনি চাইলে এটা কে ফাইল ম্যানেজার হিসাবে ও ব্যবহার করতে পারেন।
Download link:click here
[[N.B link এ গিয়ে slow download এ ক্লিক করবেন তারপর captcha coad টা দিয়ে Download link এ ক্লিক করবেন পরের পেজে App টা নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।এখান থেকে ডাউনলোড করতে আপনাদের কোন সমস্যা হবে না।]]

এবার তুফান গতিতে আপনার এন্ড্রয়েডে মোবাইলে যেকোনো কিছু ডাউনলোড করুন৷ লোডারড্রয়েড এপস এর সাহায্যে

আমার প্রথম টিউনে থাকবে আপনার জন্য স্পেশাল কিছু, এটাই স্বাভাবিক। তাই আজ আপনাদের জন্য একটা স্পেশাল ডাউনলোড ম্যানেজার নিয়ে আসলাম। যা আপনার ফাইলকে ১২টি ভাগে ভাগ করে একসাথে বারটি ধারায় ডাউনলোড করতে থাকে। যার ফলে ফাইল টি ১২গুন দ্রুত ডাউনলোড হয়। আপনি এই ভাগ করাকে নিয়ন্ত্রনও করতে পারেন। (সর্বচ্চ ১২)
লোডারড্রয়েডঃ তুফান গতিতে এন্ড্রয়েডে ডাউনলোড
লোডারড্রয়েডের সুবিধাসমূহঃ

  • আনলিমিটেট রিজিউম সাপোর্টেড
  • ব্যাটিরি শেষ হয়ে গেলে অটোমেটিক রিজিউম হয়
  • এন্ড্রয়েড ডিফল্ট ব্রাউজার সহ অন্যান্য ব্রাউজার থেকে লিংক সংগ্রহ করে
  • ওয়াই-ফাই৩জি সহ যে কোন কানেকশন দিতে পারবেন
  • সর্বচ্চ ১২পার্টে ফাইল ডাউনলোড সম্পন্ন করে
  • যেকোন ফরম্যাট এর ফাইল ডাউনলোড করতে সক্ষম
এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে এই ডাউনলোডার টিতে। যা আপনি ব্যবহার করে দেখতে পারেন। সফ্টওয়্যার টির সাইজ মাত্র ২.৭৩ মেগাবাইট, তাই ডাউনলোড করে দেখতে সমস্যা নেই। যারা গুগল প্লে লিংক লিঙ্ক থেকে নামাতে চান না তাদের জন্য আমার সাইটে আপলোড করে রেখেছি যাতে আপনি ফাইলটি আপনার কাছে সংগ্রহ করে রাখতে পারেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন।

স্কৃনশটঃ
www.getapk.ml
www.getapk.ml
www.getapk.ml
www.getapk.ml

হ্যাকিং শিখুন একদম সহজে। হ্যাকিং শেখার অসাধারন একটি ইবুক, আমি বাজি ধরে বলতে পারি হ্যাকিং শেখার এর চেয়ে ভালো বই আর নেই।

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই, আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যাতে ভালো থাকেন সেই কামনা করে আজকের টিউন লেখা শুরু করছি। কাজের কথায় আসা যাক| বাংলাদেশে বর্তমানে হ্যাকিং শেখায় অনেকের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। হ্যাকিং শেখা অতো সহজ কাজ নয়। এর জন্য দরকার হয় জেদ আর অক্লান্ত পরিশ্রম করার মানসিকতা।দরকার হয় বুদ্ধি। আর-ও জানতে হয় সি,সি প্লাস প্লাস,পাইথন সহ অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং শেখার কোন শেষ নেই শিখেই যেতে হবে।
হ্যাকার সাধারণত ২ ধরণের ; ১।White Hat Hacker বা সাদা টুপি হ্যাকার আর
২। Black Hat Hacker বা কাল টুপি হ্যাকার।
যে সকল হ্যাকার কোন সাইট হ্যাক করে কৌতূহলবসত মানে হ্যাক করে কোন ক্ষতি না করে বেরিয়ে আসে তাদের বলা হয় White Hat Hacker বা সাদা টুপি হ্যাকার।
আর যে সকল হ্যাকার কোন সাইট হ্যাক করে ক্ষতি করে তাদের বলা হয় Black Hat Hacker বা কাল টুপি হ্যাকার।
আমাদের যদি হ্যাকিং করার ইচ্ছে থাকে তবে White Hat Hacker বা সাদা টুপি হ্যাকার হওয়া
উচিত কেননা কারও সাইট হ্যাক করে তাকে কষ্ট দেয়ার কোন মানে হয় না।
তো এবার কাজের কথায় আসি। হ্যাকিং শেখার জন্য বই অনেক দরকারি। এরকম English বই এর
সংখ্যা অসংখ্য। তবে বাংলা বই খুব কম-ই আছে। আমি এখন 1 টি হ্যাকিং শেখার বাংলা বই শেয়ার করছি |
বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
[N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উঠিয়ে Download এ ক্লিক করবেন ]
Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।
আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব ভাল লাগবে।
অনেকেই হয়ত এমন অ্যাপ ই খুজতেছিলেন।

Powered by Blogger.

About us

Featured

Followers

Total Pageviews

Follow Us on Facebook

Sponsor Advertisement

Ads

Advertisement With Us

Featured

Pages

Video

Ads

Sponsor Advertise

Popular Posts

Most Popular
Videos