গ্রামীণফোন নিয়ে এলো দুইটি নতুন সোশ্যাল প্যাক।

সোশ্যালাইজেশন আরও বেশি সুবিধাজনক করতে গ্রামীণফোন নিয়ে এলো দুইটি নতুন সোশ্যাল প্যাক। বিদ্যমান দৈনিক (১ দিন) এবং পাক্ষিক (১৪ দিন) প্যাকগুলি ছাড়াও, ৭ দিন এবং ২৮ দিন মেয়াদ সহ যথাক্রমে দুইটি নতুন সোশ্যাল প্যাক পাওয়া যাবে। গ্রাহকগণ এই প্যাক এর মাধ্যমে আনলিমিটেড ফেসবুক, মেসেঞ্জার এবং কোমোয়ো উপভোগ করতে পারবেন এবং তারা তাদের সুবিধা অনুযায়ী মেয়াদ বেছে নিতে পারবেন।
বিস্তারিতঃ
নাম ভলিউম মেয়াদ মূল্য অ্যাটিভেশন
ফেসবুক ৭ দিন আনলিমিটেড ফেসবুক, মেসেঞ্জার, কোমোয়ো (৪০MB পর এফইউপি) ৭ দিন “fb7” লিখে SMS করুন 5000 নম্বরে অথবা ডায়াল *5000#
ফেসবুক ২৮ দিন আনলিমিটেড ফেসবুক, মেসেঞ্জার, কোমোয়ো (১০০MB পর এফইউপি) ২৮ দিন ১৫ “fb28” লিখে SMS করুন 5000 নম্বরে অথবা ডায়াল *5000#
শর্তাবলী:
শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
৩% সম্পূরক শুল্ক এবং মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য হবে
গ্রাহকগণ এই প্যাকগুলোর মাধ্যমে facebook.com, ফেসবুক মেসেঞ্জার এবং কোমোয়ো একসেস করতে পারবেন
গ্রাহকগণ উপরে উল্লেখিত শর্তাবলি পূরণের মাধ্যমে মোবাইল সাইট (m.facebook.com),http://www.facebook.com এবং কোমোয়ো অ্যাপ্লিকেশন, ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জার (জাভা,আইওএস, আন্ড্রয়েড) ব্যবহার করতে পারবেন
কোমোয়ো ডাউনলোড করতে Google Play-তে ComoYo সার্চ করুন অথবা এই লিংক-এ প্রবেশ করুন:http://www.comoyo.im/gp
প্যাকেজ ব্যবহারের বাইরে facebook.com, ফেসবুক মেসেঞ্জার ও Comoyo ০.০১ টাকা / ১০ কিলোবাইট হারে চার্জ করা হবে. ১৫% ভ্যাট প্রযোজ্য। অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে ফি ২০০ টাকা এর মধ্যে থাকবে।
উভয় সোশ্যাল প্যাকেজ এর জন্য (ফেসবুক 7 দিন প্যাক এর জন্য ৪০MB এবং ফেসবুক ২৮ দিন প্যাক এর জন্য ১০০MB) ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য। গ্রাহকগণ একবার এফইউপি লিমিট-এ পৌঁছানোর পরে স্পীড 128 Kbps হয়ে যাবে।

0 comments:

Post a Comment

Powered by Blogger.

About us

Featured

Followers

Total Pageviews

Follow Us on Facebook

Sponsor Advertisement

Ads

Advertisement With Us

Featured

Pages

Video

Ads

Sponsor Advertise

Popular Posts

Most Popular
Videos